সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ
দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষ ১ জন আহত
গতকাল শনিবার সকাল সাড়ে দশটার দিকে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড)-এর দু’দল ছাত্রের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হলে ইকবাল কবীর নামে দ্বিতীয় বর্ষের একজন ছাত্র মারাত্মকভাবে আহত হয়। তার পাটজরের হাড় ভেঙ্গে গেছে, সে এখন সলিমুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন।
সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট এলাকার লােকজনের কাছ থেকে জানা গেছে যে, তারা সকালে কলেজের দিক থেকে হৈ হল্লা ও তিনদফা গুলীর শব্দ শুনেছেন। উল্লেখ্য যে আহত ছাত্রের গায়ে কোন আঘাত নেই।
ছাত্র-সংঘষের ব্যাপারে পুলিশ কন্ট্রোলরুম ও কোতােয়ালী থানা কর্তৃপক্ষ কিছুই বলতে পারেননি। তবে বর্তমানে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও তার ছাত্রাবাসসমূহে সশস্ত্র পুলিশ প্রহরা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও ছাত্র-সংঘষের বিস্তারিত জানাতে অস্বীকার করেন।
সূত্র: সংবাদ, ১৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত