জাতীয় দলের প্রতি বাংলাদেশ শিক্ষক সমিতির অভিনন্দন
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মকর্তাদের এক সভায় বঙ্গবন্ধু কর্তৃক একক জাতীয় দল গঠনে অভিনন্দন জানিয়ে এক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রস্তাবে তারা বলেছেন:
দেশে শােষিতের গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বুর্জোয়া গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের যে বলিষ্ঠ উদ্যোগ বঙ্গবন্ধু গ্রহণ করেছেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মকর্তাদের এই সভা সেই উদ্যোগকে প্রগতির পথে একটি সঠিক বৈপ্লবিক পদক্ষেপ বলে মনে করছে এবং এই পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতির জনক বঙ্গবন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে দেশের অভ্যন্তরে প্রগতি ও প্রতিক্রিয়ার শক্তির মধ্যে যে তীব্র লড়াই শুরু হয়েছে সেই লড়াই-এ প্রগতিশীল শক্তির জয়ের এবং শােষিতের গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত হচ্ছে সুদৃঢ় ঐক্য।
জাতীয় ঐক্য গড়ে তােলার সংগ্রামে শিক্ষক সমাজের বিরাট ভূমিকা রয়েছে। দেশের অগণিত শােষিত শ্রমিক, কৃষক ও জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচীকে সফল করার জন্য এই সভা সমগ্র শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানাচ্ছে।
সূত্র: সংবাদ, ১৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত