You dont have javascript enabled! Please enable it!

গ্যাস কারখানায় ব্যবহৃত জল চাষের কাজে লাগানাে হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া মহকুমার আশুগঞ্জ গ্যাস কারখানায় ব্যবহৃত জল পুনরায় ব্যবহার করে আশুগঞ্জ সুধজ প্রকল্প প্রায় ৩০০ একর জমিতে ইরি বােরাে চাষের ব্যবস্থা করেছে। পূর্বে এ জল নদীতে ছেড়ে দেওয়া হতাে।
ব্রাহ্মণবাড়িয়া মহকুমা গণসংযােগ দফতর জানিয়েছে যে, শুধু ৩শ’ একরই নয়, অদূর ভবিষ্যতে আশুগঞ্জ থেকে একটি খাল খনন করে সরাইল থানার মধ্য দিয়ে ৮ মাইল দূরে জাফর খাল প্রকল্পে নেওয়া হবে এবং দুপাশের সমস্ত জমি ইরি-বােরাে চাষের আওতায় আনা হবে। ইতিমধ্যে এই খাল খননের কাজ শুরু করা হয়েছে। কাজ সম্পন্ন হলে সরাইল থানার বিস্তীর্ণ অরুল শুধুমাত্র আশুগঞ্জ গ্যাস কারখানার ব্যবহৃত জল পুনরায় ব্যবহার করেই ইরি বােরাে চাষ চলবে এবং এই থানা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।

সূত্র: সংবাদ, ১৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!