You dont have javascript enabled! Please enable it! 1975.03.16 | বাংলাদেশ-আফগান সাংস্কৃতিক চুক্তি | সংবাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ-আফগান সাংস্কৃতিক চুক্তি

বাংলাদেশ ও আফগানিস্তান গতকাল শনিবার ঢাকায় একটি সাংস্কৃতিক সহযােগিতা চুক্তি সই করেছে। শিক্ষামন্ত্রী ড: মােজাফফর আহমদ চৌধুরী ও সফররত আফগান ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ ওয়াহিদ আবদুল্লাহ স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তিতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, শিক্ষা, ক্রীড়া ও সাহিত্য ক্ষেত্রে সম্পর্ক গড়ে তােলার ব্যবস্থা রয়েছে।
অধ্যাপক, শিক্ষক, বিজ্ঞানী ও অন্যান্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উপর লিখিত বই-পুস্তক বিনিময়ের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সহযােগিতা বৃদ্ধির ব্যবস্থাও চুক্তিতে রয়েছে। এছাড়া চুক্তিতে লেখক, শিল্পী, ক্রীড়া প্রতিনিধিদল এবং সাংবাদিক বিনিময়ের ব্যবস্থাও রয়েছে। খবর দিয়েছে এনা।

সূত্র: সংবাদ, ১৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত