মুন্সীগঞ্জ প্রেসক্লাবে তথ্যমন্ত্রী
সংবাদপত্রের সংখ্যা কমতে পারে
মুন্সীগঞ্জ ১৬ই মার্চ (বাসস)। তথ্য ও বেতার মন্ত্রী জনাব কোরবান আলী বলেছেন, অদূর ভবিষ্যতে দেশে সংবাদপত্রের সংখ্যা কমানাে হতে পারে।
অবশ্য এ ধরনের কোনাে ব্যবস্থা নেওয়া হলে কর্মরত কোনাে সাংবাদিককে অযৌক্তিকভাবে চাকুরিচ্যুত করা হবে না বলে মন্ত্রী আশ্বাস দেন।
আজ সকালে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে তার সম্মানে প্রদত্ত এক সম্বধনার জনাব কোরবান আলী ভাষণ দিচ্ছিলেন।
উন্নয়নগামী দেশগুলাের প্রকাশিত সীমিত সংখ্যক সংবাদপত্রের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশও এ ধরনেরই একটি দেশ সুতরাং দেশে অসংখ্য পত্রিকা এবং বার্তা সংস্থা থাকতে পারে না, তবে তিনি বলেন, সরকার সাংবাদিকদের চাকরিচ্যুত করতে চান না।
মফস্বল সাংবাদিকদের সমস্যা এবং দাবী দাওয়া সম্পর্কে মন্ত্রী বলেন, সরকার তাদের সমস্যা সম্পর্কে সচেতন রয়েছেন। তাদের সমস্যাবলী পরীক্ষায় জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে দেওয়া হতে পারে।
তিনি সংবাদপত্রকে জাতির দর্পণ বলে বর্ণনা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্ব আরােপ করেন। তিনি বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবে যােগদান করে দেশ পুনর্গঠনে এগিয়ে আসার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য অধ্যাপক কে, এম, শামসুল হুদা।
এ ছাড়া জনাব কোরবান আলী তার সম্মানে প্রদত্ত এক নাগরিক সম্বর্ধনারও ভাষণ দেন। নাগরিক সম্বধনার মুন্সীগঞ্জের সর্বস্তরের লােক যােগদান করে।
পুর্বাহ্নে তথ্যমন্ত্রী একটি চক্ষু শিবিরের উদ্বোধন করেন। ঢাকা লায়ন্স ক্লাব এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে এ চক্ষু শিবিরটি স্থাপন করে।
সূত্র: সংবাদ, ১৭ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত