You dont have javascript enabled! Please enable it! 1975.03.17 | পাটচাষী সমিতির সম্মেলনে কৃষিমন্ত্রী: পাঁচ লাখ একর জমিতে ব্যাপক পাট চাষের সিদ্ধান্ত নেয়া হয়েছে | সংবাদ - সংগ্রামের নোটবুক

পাটচাষী সমিতির সম্মেলনে কৃষিমন্ত্রী
পাঁচ লাখ একর জমিতে ব্যাপক পাট চাষের সিদ্ধান্ত নেয়া হয়েছে

সরকার চলতি বছর পাঁচ লাখ একর জমিতে ব্যাপকভাবে পাট শ্রমের সিদ্ধান্ত নিয়েছেন।
গত শনিবার শেরে বাংলা নগরের কৃষি কলেজে অনুষ্ঠিত পাটচাষী সমিতিগুলাের সভাপতিদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ একথা ঘােষণা করেন।
তিনি বলেন গত বছর ৩ লাখ একর জমি ব্যাপক পাট চাষের আওতার নেওয়া হয় এবং এর মধ্যে ২ লাখ ৭০ হাজার একর জমি এ কাজে ব্যাবহার করা হয়। মন্ত্রী বলেন, পাট উৎপাদনে উপর বিশেষ গুরুত্ব না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশ পাটচাষী সমিতির সভাপতি সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আমাদের মধ্যে কৃষি দফতরের (পাট উৎপাদন) অতিরিক্ত পরিচালক জনাব এম এ, সামাদও বক্তৃতা করেন।

সূত্র: সংবাদ, ১৭ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত