You dont have javascript enabled! Please enable it!

তেল সরবরাহ সমস্যা সমাধানের উদ্যোগ
বিশ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের উপকূলে ট্যাঙ্কার টার্মিনাল তৈরি হবে

চট্টগ্রাম, ১৬ই মার্চ অশােধিত তেল সরবরাহ সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে প্রথম পাঁচসালা পরিকল্পনা চলাকালে গভীর সমুদ্রে একটি ট্যাঙ্কার টার্মিনাল নির্মাণ করা হবে। এ প্রকল্পের জন্য প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা থাকবে
ট্যাঙ্কার টার্মিনাল নির্মাণের কাজ সম্পাদন করবে তেল ও গ্যাস কর্পোরেশন। এটি নির্মিত হলে প্রতি বছর বাংলাদেশের ৩৫ লাখ ডলার বৈদেশিক মুদ্রা বাঁচানাে যাবে। এখন পর্যন্ত লাইটারেজের জন্য বাংলাদেশকে ঐ অর্থ গচ্চা দিতে হচ্ছে।
উল্লেখ্য যে, ১৯৬৩ সালের প্রথমভাগে উপকূলীয় এলাকার একটি তেলের ট্যাঙ্কার নির্মাণ করা হয়। ৩৫ হাজার টন ক্ষমতা সম্পন্ন এ ট্যাঙ্কারটি কয়েকমাস পরে বিকল হয়ে যায়। পরে সরকারীভাবে ঘােষণা করা হয় ঐটি ঠিক করতে যে অর্থ ব্যয় হবে তা দিয়ে আরেকটি নতুন ট্যাঙ্কার নির্মাণ করা যাবে। এরপর থেকে অশােধিত তেল সরবরাহের জন্য বিদেশী কোম্পানীকে ভাড়া দিচ্ছে।
বিশ্ব ব্যাঙ্কের একটি দল ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাব্যতা পরীক্ষা করে দেখেছে এবং নীতিগতভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য সম্মত হয়েছে। এর জন্য ঋণ পাওয়া গেলেই নির্মাণ কাজ শুরু করে দেওয়া হবে।
এই দীর্ঘ প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্বব্যাঙ্ক অন্তবর্তীকালীন কিছু ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। এতে অস্থায়ী অশােধিত পেট্রোলিয়াম সরবরাহের ব্যবস্থা থাকবে। আশা করা যাচ্ছে বিশ্ব ব্যাঙ্ক এ প্রকল্পে অর্থ যােগান দেবে।

সূত্র: সংবাদ, ১৭ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!