অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ
সফররত উচ্চ ক্ষমতাসম্পনন কুয়েতী প্রতিনিধিদলের নেতা ও কুয়েতের আরব আর্থনীতিক উন্নয়ন তহবিলের মহাপরিচালক ড: আব্দুল লতিফ আল হামাদ গতকাল সােমবার বিকেলে অর্থমন্ত্রী ড: এ, আর মল্লিকের সাথে সাক্ষাৎ করেন।
অর্থমন্ত্রণালয়ের জনৈক মুখপাত্রের বরাত দিয়ে এনা জানিয়েছে, উভয় দেশের মধ্যে আর্থনীতিক সহযােগিতা জোরদার করার বিষয় আলােচনায় গুরুত্ব পেয়েছে। মন্ত্রী মনু নদী প্রকল্প ও পল্লী অঞ্চলে বৈদ্যুতিকী করনের ব্যাপারে কুয়েতী সহযােগিতা চেয়েছেন। ড: লতিফ তাঁর দেশের সবাত্মক সহযােগিতার আশ্বাস দিয়েছেন।
সূত্র: সংবাদ, ১৮ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত