You dont have javascript enabled! Please enable it!

সিলেট সীমান্তে ৬৫ হাজার টাকার চোরাই মাল উদ্ধার: ১২ জন গ্রেফতার

সিলেট, ১০ই মার্চ। সিলেটস্থ ১২ উইঙ-এর বিডিআর বাহিনী গত ২৮শে ফেব্রুয়ারী উথমা সীমান্ত এলাকার অভিযান চালিয়ে প্রায় ৬৫ হাজার টাকা মূল্যের চোরাই মালামালসহ ১২ জন চোরাকারীকে গ্রেফতার করেছে। এ সময় বিডিআর-এর গুলীতে ১ জন চোরাচালানী গুরুতরভাবে আহত হয়।
১২ উইং বিডিআর সূত্রে জানা যায়, গত ২৭শে ফেব্রুয়ারী রাতে বিডিআর বাহিনী গৌরীনগর সীমান্তে অভিযান চালিয়ে ৮ হাজার টাকার চোরাই কমলা, সুপারি ও বিড়িসহ ২ জন। চোরাচালানীকে গ্রেফতার করে। ধৃত চোরাচালানীদ্বয়ের জনাববন্দী অনুযায়ী ২৮শে ফেব্রুয়ারী বিডিআর বাহিনী উথমা সীমান্তে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার মালামালসহ ১২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। আটক মালামারের মধ্যে ৬ লাখ বিড়ি রয়েছে।
জানা যায়, বিডিআর বাহিনীর অভিযান চলাকালে কাপ্তান মিয়া নামক জনৈক চোরাকারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিডিআর গুলী ছুঁড়ে। গুলী চোরাকারবারীর বাট পায়ে লাগে এবং সে আহত হয়।

সূত্র: সংবাদ, ১৪ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!