You dont have javascript enabled! Please enable it!

বরিশালে ১১ লাখ ৭৬ হাজার একর জমি বােররা ইরি চাষের আওতায় আনা হয়েছে

বরিশাল, ১৪ই মার্চ (বাসস)। গণমুখী কৃষি কর্মসূচী ‘সােনালী বরিশাল জেলায় কৃষি ক্ষেত্রে প্রায় একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
দেশের অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য জেলা প্রশাসন এই অভিযান চালিয়েছে।
‘সােনালী বরিশাল’ কর্মসূচীর অধীনে প্রায় ১১ লাখ ৭৬ হাজার একর জমি বােরাে-ইরি চাসের আওতায় আনা হয়েছে। অনুমান করা হচ্ছে যে, চলতি মওসুমে কমপক্ষে প্রায় ৬ লাখ ৫৭ হাজার মণ বােরাে ও ইরি ধান হবে।
এখানে উল্লেখ্য যে, সাম্প্রতিক বন্যায় জেলার ফসরের যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথেই জেলা প্রশাসন অধিক খাদ্য উৎপাদনের ব্যবস্থা হিসেবে এই অভিযান চালিয়েছেন। জেলা কর্তৃপক্ষ আমন ফসল ও শাক-সবজির উৎপাদনের জন্য বীজ সরবরাহও করেছে। জেলায় ৬ হাজার ৭শ’ ৯০টি বােরাে প্রকল্প অনুমােদন ও সমসংখ্যক পাওয়ার পাম্প মঞ্জুর করা হয়েছে। এছাড়া ৮ হাজার ১শ’ ২৭ মণ বীজ ও ২৫ হাজার টন সারও মঞ্জুর করা হয়।
এই প্রকল্পের অধীনে জেলায় মজে যাওয়া খাল ও পুকুরের পুনর্খনন এবং সেখানে মৎস্য চাষের ব্যবস্থা করা হয়েছে। আশা করা হচ্ছে যে, এতে ভবিষ্যতে বছরে ৮ লাখ ২৫ হাজার মণ মাছ উৎপন্ন হবে।

সূত্র: সংবাদ, ১৫ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!