You dont have javascript enabled! Please enable it! 1975.03.11 | চলতি মৌসুমে চা রফতানী নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে | সংবাদ - সংগ্রামের নোটবুক

চলতি মৌসুমে
চা রফতানী নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে

চট্টগ্রাম ৯ই মার্চ (বাসস)। চলতি চা মওসুমে নির্ধারিত রফতানী লক্ষ্য অতিক্রম করে গত এগার মাসে বাংলাদেশ ৩ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৪শ’ ১২ ফাউণ্ড চা রফতানী করেছে। এর ফলে ১৩ কোটি তিন লাখ ৯০ হাজার ৫শ’ ৫৯ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।
বাংলাদেশ চা বাের্ডের একজন মুখপাত্র বলেন যে, গত বছরের এপ্রিল মাস থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত ৫ কোটি পাউণ্ড চা রফতানী করে ১২ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্য নির্ধারিত হয়েছিল। তিনি বলেন যে, উপরােক্ত লক্ষ্য মাত্রা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে।
গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জাহাজে মাল বােঝাইয়ের জায়গা না পাবার জন্যে পরিমাণের দিক দিয়ে চা রফতানীর লক্ষ্যমাত্র কিছুটা ব্যহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কিন্তু আন্তর্জাতিক বাজারে চা-এর মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের লক্ষ্য অর্জন ও তা অতিক্রম করা সম্ভব হয়েছে।
মুখপাত্র বলেন, এ বছর ফেব্রুয়ারী মাসে ৪৭ লাখ ৮০ হাজার পাউণ্ড চা রফতানীকরে ১ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা আয় হয়েছে। জানুয়ারি মাসে রফতানী করা হয়েছে ৬০ লাখ ৫৭ হাজার ৫শ পাউণ্ড চা এবং আয় হযেছে ১ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার ২১০ টাকা।
চলতি মওসুমে লণ্ডনে সরাসরি নিলামে ৬৫ লাখ পাউণ্ড চা বিক্রি করা হয়েছে এবং এতে আয় হয়েছে দু’কোটি ৪০ লাখ টাকা।
তিনি বলেন যে, ইরাক, কুয়েত, মিসর, বেলজিয়াম ও আফগানিস্তান বাংলাদেশের প্যাকেট চা আমদানীর ব্যাপারে বিশেষ আগ্রহ দেখিয়েছে এবং এসব দেশের আমদানীকারকগণ ইতিমধ্যেই বাংলাদেশ সফর করেছেন।
দেশের চা রফতানীকারকগণ রফতানী উন্নয়ন ব্যুরাের সহযােগিতায় কায়রাে ও ব্রুসেলসে বাংলাদেশের প্যাকেট চা-এর প্রদর্শনীর ব্যবস্থা করেছেন।
চলতি চা মওসুমের শেষ মাসে বাংলাদেশ ৬০ লাখ পাউণ্ড চা রফতানী করবে বলে আশা করা যাচ্ছে।

সূত্র: সংবাদ, ১১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত