You dont have javascript enabled! Please enable it! 1975.03.12 | রাষ্ট্রপতির ত্রাণ তহবিল থেকে সাহায্য দান | সংবাদ - সংগ্রামের নোটবুক

রাষ্ট্রপতির ত্রাণ তহবিল থেকে সাহায্য দান

নেত্রকোনা, ১০ই মার্চ (বাসস)। খাদ্যমন্ত্রী আবদুল মােমিন আজ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে নিহত সংসদ সদস্য জনাব এম এ খালেকের পত্নী বেগম এম এ, খালেককে পাঁচ হাজার টাকার একটি চেক এবং নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।
রাষ্ট্রপতি নিজস্ব কল্যাণ তহবিল থেকে বেগম খালেককে এই অর্থ মঞ্জুর করেন। গত ২৪শে ফেব্রুয়ারী সংসদ সদস্য জনাব খারেক দুবৃত্তের গুলীতে নিহত হন।
এই অর্থ প্রদানের উদ্দেশ্যে জনাব মােমিন আজ বিমানযােগে ঢাকা ত্যাগ করেন। তার সাথে ছিলেন বাংলাদেশ রেডক্রস সমিতির প্রধান জনাব গাজী গােলাম মােস্তাফা এমপি। রেডক্রসের পক্ষ থেকে তিনি বেগম খালেককে পাঁচ হাজার টাকার একটি চেক প্রদান করেন। নিহত জনাব খালেক ছিলেন মহকুমা রেডক্রস সমিতির প্রধান।

সূত্র: সংবাদ, ১২ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত