রপ্তানি বৃদ্ধির জন্যে ভর্তুকি দেওয়া হবে-মােশতাক
ফরিদপুর, ১১ই মার্চ (বাসস)। বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ রােববার এখানে বলেছেন, রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে সরকার রপ্তানিকারকদের উৎসাহদানের জন্যে ভর্তুকি দানের সিদ্ধান্ত নিয়েছেন।
ফরিদপুর বণিক সমিতির উদ্দেশ্যে মন্ত্রীবলেন, প্রধানত: অপ্রচলিত পণ্যের ক্ষেত্রেই উৎসাহ দেওয়া হবে। বিদেশে অপ্রচলিত পণ্যের বাজার গড়ে উঠছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, অধিক আমদানীর প্রবণতা অবশ্যই পরিবর্তন করতে হবে। দেশের রপ্তানির পরিমাণ বৃদ্ধির জন্যে বণিক সমিতির প্রতি তিনি আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দীন ঠাকুর এবং ডাক, তার ও টেলিফোন প্রতিমন্ত্রী জনাব কে, এম, ওবায়দুর রহমান।
খােন্দকার মােশতাক বলেন, সরকার প্রকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্যে চেষ্টা করছেন। এ উদ্দেশ্যে সরকার ভুয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে কয়েক দফা ব্যবস্থা নিয়েছেন।
খােন্দকার মােশতাক আহমদ বণিক সমিতির প্রতি হস্তশিল্প, ঝাটা ইত্যাদির মতাে অপ্রচলিত পণ্যের বাজার অনুসন্ধানের আহ্বান জানান।
এর আগে অপরাহ্নের দিকে খােন্দকার মােশতাক আহমদ, জনাব তাহের উদ্দীন ঠাকুর ও জনাব কে, এম, ওবায়দুর রহমান গােয়ালন্দের কাছে ইজারপুরে একটি গম প্রকল্প স্বচোখে দেখার উদ্দেশ্যে কওমিও খামার পরিদশৃন করেন। সেখানে জনশক্তি ও শিল্প উন্নয়নের জন্যে ফরিদপুর একাডেমীর খামার ব্যবস্থাপনা গ্রুপ পাট চাষের একটি স্কীম নিয়েছেন। কিছু সংখ্যক তরুণ এ একাডেমী প্রতিষ্ঠা করেছে। এর আগে একাডেমী খামার ব্যবস্থাপনা গ্রুপ, লাঙ্গল পরিবার গ্রুপ ও ভূমি মালিক গ্রুপের সহযােগিতায় চাষাবাদ শুরু করে। এ পদ্ধতিতে ভূমিমালিক গ্রুপ লাঙ্গল পরিবারকে জমি ধার দেয় এবং খামার ব্যবস্থাপনা গ্রুপ সরবরাহ করে প্রয়ােজনীয় উৎপাদন সহায়কী, পাওয়ার পাম্পের মেরামত ও চালানাের খরচ ইত্যাদি। ফসল কাটার পর তা সমভাবে তিন গ্রুপের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
একাডেমী বর্তমানে এ ব্যবস্থায় সাড়ে ৩শ একর জমি চাষ করছে।
সূত্র: সংবাদ, ১২ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত