You dont have javascript enabled! Please enable it! 1975.03.13 | বাংলাদেশের জন্যে বৃটিশ সাহায্য ক্রমশ বাড়ছে -স্মিথ | সংবাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের জন্যে বৃটিশ সাহায্য ক্রমশ বাড়ছে -স্মিথ

সফররত বৃটিশ বৈদেশিক উন্নয়ন মন্ত্রণালয়ের আণ্ডার সেক্রেটারী মি: এন, জি, স্মিথ বুধবার বলেছেন, বাংলাদেশ এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের জন্যে বৃটিশ ও ইউরােপীয় অর্থ নৈতিক গােষ্ঠীর সাহায্য ক্রমশ: বাড়ছে।
গতকাল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ বৃটিশ প্রকল্প ও পণ্য সাহায্য সম্পর্কে বাংলাদেশ কর্মকর্তাদের সাথে প্রায় ৩ ঘণ্টা আলােচনায় পর মি: স্মিথ বার্তা সংস্থার প্রতিনিধির সাথে কথা বলছিলেন।
এনা ও বিপিআই জানায়, আলােচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জনাব ফখরুদ্দীন আহমদ। বাসস জানায়, বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব জনাব সায়েদুজ্জামান।
আলােচনায় আশুগঞ্জ সার কারখানা, ভােলাগঞ্জ রজ্জুপথ ও ঢাকা বিদ্যুৎ সরবরাহের জন্যে বৃটিশ প্রকল্প সাহায্যের পরিমাণ চূড়ান্ত করা হয়। এ ব্যাপারে শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হবে। | একটি সরকারী সূত্র জানায়, আলােচনায় বাংলাদেশ পক্ষ বৃটিশ সাহায্যের পদ্ধতি অধিক নমনীয় করার জন্যে অনুরােধ জানান। এ ব্যাপারে পুরােপুরি লক্ষ্য রাখা হবে বলে বৃটিশ পক্ষ স্বীকার করেন।
সূত্রটি জানায়, বাংলাদেশে বৃটিশ কারিগরি সাহায্য সংক্রান্ত বিরাজমান বিষয় সম্পর্কে উভয়পক্ষ সমঝােতার পৌঁছেন।
ভবিষ্যতে বৃটিশ পণ্য সাহায্য সম্পর্কেও আলােচনা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরে বৃটিশ ডেপুটি আন্ডার সেক্রেটারী মি: কে, জি, উইলফ্রেড এবং বাংলাদেশে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত মি: স্মলমানিও আলােচনায় উপস্থিত ছিলেন।
মি: উইলফ্রেড বলেন, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় পর্যালােচনা করা হয়। তার মধ্যে রয়েছে। বহিরাগমন সাহায্য, বাণিজ্য এবং উপমহাদেশের সমস্যাসহ রাজনৈতিক বিষয়।

সূত্র: সংবাদ, ১৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত