বঙ্গবন্ধুর পিতাকে ঢাকায় আনা হয়েছে
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসুস্থ পিতা শেখ লুত্যর রহমানকে গতকাল বুধবার খুলনা থেকে ঢাকায় আনা হয়েছে। তাকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল সকালে গণভবন প্রাঙ্গণে অবতরণ করে।
বেগম মুজিব ও বঙ্গবন্ধুর বােনেরা শেখ লুৎফর রহমানের সাথে খুলনা থেকে ঢাকায় আসেন। পরে বঙ্গবন্ধুর পিতাকে তাঁর (বঙ্গবন্ধুর) ধানমণ্ডিত বাসভবনে নেয়া হয়।
শেখ লুত্যর রহমানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ঢাকায় অবস্থানকালে বঙ্গবন্ধুর পিতা রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ড: নুরুল ইসলামের চিকিৎসাধীন থাকবেন। খবর দিয়েছে এনা।
সূত্র: সংবাদ, ১৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত