You dont have javascript enabled! Please enable it! 1975.03.13 | জুট মিলে লে-অফের কারণ | সংবাদ - সংগ্রামের নোটবুক

জুট মিলে লে-অফের কারণ

“কার্পেট ব্যাকিং ক্লথ বিক্রির সমস্যা প্রকট হয়ে দেখা দেওয়ার দেশের প্রায় সবকটি কাপেট ব্যাকিং জুট মিল ইউনিটে লে-অফ-ঘােষণা করতে হয়েছে। ফলে দেশে কাপেট ব্যাকিং ক্লথ উৎপাদন সম্পূর্ণরূপে স্থগিত হয়ে গেছে। | পাট নীতি ঘােষণাকালে পাট ও পাট শিল্প দফতরের প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান গতকাল বুধবার নয়া পাটনীতি ঘােষণা প্রসঙ্গে একথা বলেছেন। মন্ত্রী বলেন, চলতি আর্থিক সনের প্রথম থেকে এবং ১৯৭৪ সনের সেপ্টেম্বর-অক্টোবর মাসে কার্পেট ব্যাকিং রপ্তানি সংকট চরম পর্যায়ে উপনীত হয়। এসময় আমেরিকায় কার্পেট ব্যাকিং-এর চাহিদা একেবারে কমে যায়। তিনি জানান, আমেরিকা আমাদের কার্পেট ব্যাকিং-এর শতকরা ৭৫ ভাগের ক্রেতা।
এপ্রসঙ্গে মন্ত্রী আরও জানান, মােট ৩১টি জুট মিলে এখন লে-অফ চলছে। এর মধ্যে ১৩টি মিলে সম্পূর্ণ লে-অফ এবং বাকী ১৮টি মিলে আংশিক লে-অফ। তিনি জানান, লে-অফের দরুন মােট ১৫ হাজার শ্রমিক কর্মচ্যুত রয়েছে। তবে শ্রমিক আইন অনুযায়ী তাদের ভাতা দেওয়া হচ্ছে।

সূত্র: সংবাদ, ১৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত