You dont have javascript enabled! Please enable it! 1975.03.10 | পূর্তমন্ত্রীর তথ্য প্রকাশ: সরকারী কলােনীর গৃহসমূহ সম্প্রসারণ করা হবে | সংবাদ - সংগ্রামের নোটবুক

পূর্তমন্ত্রীর তথ্য প্রকাশ
সরকারী কলােনীর গৃহসমূহ সম্প্রসারণ করা হবে

পূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রী জনাব সােহরাব হােসেন বলেছেন যে, সরকার রাজদানী গৃহ সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ হিসেবে সরকারী কলােনীগুলােতে আবাসিক ভবন সম্প্রসারনের কাজ হাতে নিয়েছেন।
মন্ত্রী গতকাল রােববার মতিঝিল আইডিয়াল হাই স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, এই ব্যবস্থা সরকারী কর্মচারীদের গৃহ সমস্যার সমাধানকে ত্বরান্বিত করবে।
তিনি বলেন, শুধুমাত্র কথায় নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমেই সত্যিকারের স্বাধীন দেশ হিসেবে একটি দেশ সম্মানজনক আসন লাভ করতে পারে।
মন্ত্রী সুষ্ঠু জাতীয় চরিত্র গঠনের প্রয়ােজনীয়তার উপর গুরুত্ব আরােপ করেন এবং বলেন, এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলাের প্রধান ভূমিকা রয়েছে। এই প্রসঙ্গে তিনি আদর্শ জনশক্তি গঠনের মাধ্যমে দেশকে প্রগতির পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষকদের মহান ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর। স্কুলের প্রধান শিক্ষক জনাব ফয়জুর রহমান এতে বক্তৃতা করেন। খবর এনার।

সূত্র: সংবাদ, ১০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত