পাইকারী ব্যবসায়ীরা সর্বোচ্চ ৪শ’ মন ধান-চাল রাখতে পারবে
লাইসেন্সধারী পাইকারী ব্যবসায়ীরা তাদের অধিকারে বা নিয়ন্ত্রণে সর্বোচ্চ ৪শ’ মণ পর্যন্ত ধান-চাল রাখতে পারবে। সরকার পাইকারী ব্যবসায়ীদের উপরােক্ত পরিমাণ ধান-চাল রাখার অনুমতি দানের সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল শুক্রবার এক সরকারী হ্যান্ড আউটের বরাত দিয়ে বাসস পরিবেশিত খবরে এ কথা বলা হয়।
উদ্ধৃত এলাকা থেকে ঘাটতি এলাকায় খাদ্যশস্যের চলাচল সহজ করার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্বে পাইকারী ব্যবসায়ীদের একই সময়ে ১৫০ মণ পর্যন্ত ধান-চাল মজুত রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
তবে সীমান্ত বেষ্টনীর ১০ মাইলের মধ্যে বর্তমান বিধি-নিদেশ বলবৎ থাকবে।
সূত্র: সংবাদ, ৮ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত