You dont have javascript enabled! Please enable it! 1971.03.22 | প্রেসিডেন্ট ভবন থেকে ফিরে শেখ মুজিব জনগণকে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান - সংগ্রামের নোটবুক

২২ মার্চ ১৯৭১ঃ প্রেসিডেন্ট ভবন থেকে ফিরে শেখ মুজিব

প্রেসিডেন্ট ভবন থেকে নিজ বাসভবনে ফিরে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, আমি আগেই বলেছি আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমরা জাতীয় পরিষদের অধিবেশনে বসতে পারিনা। অধিবেশন স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন তাই নাকি? দেশের দুই অংশের নেতাদের সাথে আলোচনা করে অধিবেশন স্থগিত করা হয়েছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন ইহা সঠিক নয়।  তিনি বলেন সাত কোটি বাঙ্গালী যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন আমি অবশ্যই দাবী আদায় করে ছাড়ব। ২৩ বছর মার খেয়েছি আর মার খাতে রাজি নই। তিনি জনগণকে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান।