২২ মার্চ ১৯৭১ঃ মুফতি মাহমুদ, গাউস বক্স বেজেনজো, ওয়ালী খানের বিবৃতি
মুফতি মাহমুদ, গাউস বক্স বেজেনজো, ওয়ালী খান ঢাকায় এক বিবৃতিতে বলেছেন সংখ্যাগরিষ্ঠদের শাসনকে স্বৈরাচার আখ্যা দিয়ে জাতীয় পরিষদকে পাশ কাটানোর চেষ্টা করা হচ্ছে। জুলফিকার আলী ভুট্টো যদি এক প্রদেশ ভিত্তিক হওয়ার কারনে জাতীয় পরিষদে আওয়ামী লীগের সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা মানতে রাজী না হন তাহা হলে যে ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের আর অখণ্ড অস্তিত্ব নেই। সে ক্ষেত্রে পাঞ্জাব এবং সিন্ধুতে অপেক্ষাকৃত কম আসন লাভ করে কিভাবে পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশের পক্ষে কথা বলার অধিকার দাবী করতে পারেন। নিজের যুক্তিতেই তিনি বেলুচিস্তানের কোন প্রশ্নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করতে পারেন না কারন উক্ত প্রদেশে জাতীয় বা প্রাদেশিক পরিষদের কোনটাতেই তার দল একটি আসন লাভ করতে পারেনি। অনুরূপ ভাবে সীমান্ত প্রদেশ বা উপজাতীয় এলাকার কোন সমস্যার ব্যাপারেও তিনি সিদ্ধান্ত গ্রহন করতে পারেন না। এ দুটি এলাকায় তার দল যথাক্রমে একটি এবং তিনটি আসন লাভ করেছে। তারা অভিযোগ করেন দু অংশে পৃথক পৃথক ভাবে ক্ষমতা হস্তান্তর করে সরকার আবারও এক ইউনিট প্রথা চালু করতে চাচ্ছে। তারা কোন অবস্থায় আর এক ইউনিট মেনে নিবেন না।