You dont have javascript enabled! Please enable it! 1975.03.06 | কিশােরগঞ্জে উপরাষ্ট্রপতি: আগামী তিনবছরে দেশ বস্ত্র উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হবে | সংবাদ - সংগ্রামের নোটবুক

কিশােরগঞ্জে উপরাষ্ট্রপতি
আগামী তিনবছরে দেশ বস্ত্র উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হবে

কিশােরগঞ্জ (ময়মনসিংহ), ৫ই মার্চ (বাসস)। উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আজ এখানে বলেছেন যে, প্রথম পাঁচ সালা পরিকল্পনা সময়ের মধ্যে দেশ বস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।
তিনি বলেন, স্বাধীনতার পর যে ৩টি কাপড়ের কলে উৎপাদন শুরু হয়েছিল সেগুলাে ছাড়া ঢাকার সাভারে এবং ফরিদপুরের গােয়ালন্দে আরও দুটি কাপড়ের কলে শিগগিরই উৎপাদন শুরু হবে।
উপ-রাষ্ট্রপতি আজ সকালে এখানে ২৫ হাজার টাকুবিশিষ্ট কিশােরগঞ্জ বস্ত্র মিলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এ বস্ত্র মিলটি নিমিত হলে প্রায় ১ হাজার লােকের কর্মসংস্থান হবে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জনাব এ, এইচ,এম, কামরুজ্জামান এবং শিল্প প্রতিমন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীও বক্তৃতা করেন।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, রাজশাহী, দিনাজপুর এবং কুমিল্লায় আরও ৩টি কাপড়ের কল নির্মাণাধীন রয়েছে। জাতীয় অর্থনৈতিক কাউন্সিল নােয়াখালী এবং বরিশালে দুটি কাপড়ের কল অনুমােদন করেছেন। এ দুটি প্রকল্পের নির্মাণ কাজও শিগগিরই শুরু হচ্ছে।
উপ-রাষ্ট্রপতি বলেন, ৪টি কাপড়ের কলের প্রকল্প সমাপ্ত হয়েছে এবং এগুলাে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের চূড়ান্ত অনুমােদনের অপেক্ষা রয়েছে।
তিনি জানান, নির্মাণাধীন প্রকল্প এবং প্রস্তাবিত প্রকল্পগুলােতে পাঁচসালা পরিকল্পনা সময়ের মধ্যেই বস্ত্র উৎপাদনের লক্ষ্যমাত্র পূরণে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান যে, প্রথম পাঁচসালা পরিকল্পনা সময়ে মােট ৪ লাখ নতুন টাকু এবং ৪ হাজার শক্তিচালিত তাঁত চালু করার কথা রয়েছে।
উপ-রাষ্ট্রপতি বলেন, কিশােরগঞ্জ বস্ত্র মিলে আগামী ২ বছরের মধ্যে উৎপাদন শুরু হবে। এ মিলে তৈরি সূতা স্থানীয় তাঁতীদের চাহিদা পূরণে সক্ষম হবে।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, দেশকে সর্বক্ষেত্রে আত্মনির্ভরশীল করে তােলা এবং সব শােষণ থেকে মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য জাতির জনক দ্বিতীয় বিপ্লব শুরু করেছেন।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে বিগত দু’বছরে খাদ্য ও সামাজিক সমস্যা দেখা দিয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং তার সাহায্যে কষ্টাজিত বৈদেশিক মুদ্রা বাচানাের উদ্দেশ্যে তিনি কৃষকদের প্রতি শস্যক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গে শিল্পমন্ত্রী জনাব কামরুজ্জামান দেশে দ্রুত শিল্পায়নের জন্যে বেসরকারী বিনিয়ােগকারীদের অংশগ্রহনের প্রয়ােজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, দেশে নতুন শিল্প গড়ে তােলার জন্যে সরকার বেসরকারী বিনিয়ােগকারীদের সম্ভাব্য সবরকম সাহায্য দেবেন।

সূত্র: সংবাদ, ৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত