You dont have javascript enabled! Please enable it! 1975.03.06 | আশুগঞ্জ সার কারখানার জন্যে বাংলাদেশ-এডিবি ৩ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর | সংবাদ - সংগ্রামের নোটবুক

আশুগঞ্জ সার কারখানার জন্যে
বাংলাদেশ-এডিবি ৩ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর

গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির অধীনে এশীয় উন্নয়ন ব্যাংক আশুগঞ্জ সার কারখানার অর্থ যােগানাের জন্যে ৩ কোটি ডলার সুদমুক্ত ঋণ দেবে। এ প্রকল্পে ২৫ কোটি ডলার ব্যয় হবে।
এডিবি’র প্রেসিডেন্ট মি: শিরাে ইনুই এবং বাণিজ্যমন্ত্রী জনবা এ,এইচ,এম, কামরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।
এডিবি’র ৭টি সংস্থা এ প্রকল্পের জন্যে ১৪ কোটি ২০ লাখ ডলার প্রদান করবে। অবশিষ্ট সংস্থাগুলাের মধ্যে কয়েকটি ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করেছে এবং অন্যগুলাে শিগগিরই চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা যাচ্ছে।
চুক্তি স্বাক্ষরের পর এডিবি প্রধান বলেন, তাঁর ব্যাংক এখন বংলাদেশের ৮টি প্রকল্পের জন্যে অর্থ যােগানের এবং আরাে ৪ অথবা ৫টি প্রকল্পের জন্যে ঋণদানের বিষয় বিবেচনাধীন রয়েছে। এ সকল প্রকল্প সম্পর্কে জরিপ চালানাের জন্যে ব্যাংকের একটি জরিপদল শিগগিরই আসছে।
গতকালের চুক্তির ৩ কোটি ডলারসহ বাংলাদেশের ৮টি প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংকের সাহায্যের পরিমাণ দাঁড়াবে ১১ কোটি ৫০ লাখ ডলার। খবর দিয়েছে বাসস।এনা।বিপিআই।

সূত্র: সংবাদ, ৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত