You dont have javascript enabled! Please enable it! 1975.03.06 | চট্টগ্রামে প্রশাসনিক কর্মকর্তাদের সমাবেশে প্রধানমন্ত্রী: গ্রামভিত্তিক স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে | সংবাদ - সংগ্রামের নোটবুক

চট্টগ্রামে প্রশাসনিক কর্মকর্তাদের সমাবেশে প্রধানমন্ত্রী
গ্রামভিত্তিক স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে

চট্টগ্রাম, ৫ই মার্চ (বাসস) প্রধানমন্ত্রী জনাব এম, মনসুর আলী প্রতিটি গ্রামকে জাতীয় অর্থনৈতিক প্রক্রিয়ার প্রাথমিক ইউনিট হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
আজ এখানে ডেপুটি কমিশনার, ডিআইজি, এসপি এবং চট্টগ্রাম বিভাগের সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে প্রধানমন্ত্রী উপরােক্ত লক্ষ্যে প্রশাসনিক কেন্দ্রকে গ্রামে স্থানান্তরের আহ্বান জানান।
জনাব মনসুর আলী কর্মকর্তাদের গ্রামাঞ্চলে গিয়ে গ্রামভিত্তিক স্বনির্ভর অর্থনীতি গড়ে তােলার জনসাধারণকে সহযােগিতা করার আহ্বান জানান।
সকালে একদিনের সফরে চট্টগ্রাম পৌছলে প্রধানমন্ত্রীকে সব স্তরের জনসাধারণ এক প্রাণঢালা সম্বর্ধনা জ্ঞাপন করে।
সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কমকর্তারা হচ্ছেন সরকারী কর্মসূচী এবং নীতিসমূহ বাস্তবায়নের মাধ্যম। জাতীয় গঠন কার্যক্রমে সম্পদসমূহ এবং জনশক্তিকে কাজে লাগানাের তাদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, কর্মকর্তা তথা অন সকল স্তরের জনসাধারণের কাজের দক্ষতা বাড়াতে হবে। তিনি গ্রাম থেকে অর্থনীতি গড়ে তােলার জন্যে কর্মসূচী প্রণয়ন ও লক্ষ্য নির্ধারণ এবং জনসাধারণের সহযােগতাি নিয়ে নিষ্ঠার সাথে এ লক্ষ্যে কাজ করে যেতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি বলেন, জনসাধারণ তথা আগামীদিনের নাগরিকদের সমৃদ্ধ জীবনের জন্য আপনাদের কাজ করে যেতে হবে। তিনি বলেন, জাতির প্রতি রাখা অবদান দিয়েই আপনাদের দক্ষতা বিচার হবে।
জনাব মনসুর আলী সমাজে শ্রমের মর্যাদা বাড়ানাের উপর গুরুত্ব আরােপ করে বলেন, জাতীয় অর্থনৈতিক তৎপরতায়, তা কারখানা বা খামার যেখানেই হােক না কেন, প্রতিটি সক্ষম নাগরিকের কাজ করার মতাে পরিবেশ সৃষ্টি করতে হবে।
তিনি কৃষি উৎপাদন বাড়ানাের জন্যে কৃষকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন কার্যক্রমে কৃষক ও শ্রমিকসহ সকল শ্রেণীর জনগণের ঐক্যবদ্ধ সমাবেশ ঘটানাের লক্ষ্য নিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদলীয় ব্যবস্থা প্রবর্তন করেছেন।
তিনি বলেন, সরকারী মাধ্যম হিসেবে কর্মকর্তাদের অবশ্যই কৃষক এবং শ্রমিকদের মাঝে এমন চেতনার উন্মেষ ঘটাতে হবে যাতে তাঁরা মনে করেন, এ সরকার তাদেরই এবং তাদের কল্যাণের জনেই বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, কৃষকরাই জাতির জন্যে একটি সুখী এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্যে অর্থনৈতিক মুক্তি আনয়ন হচ্ছে আমাদের কষ্টার্জিত স্বাধীনতার অন্যতম লক্ষ্য। আর এ লক্ষ্য অর্জনের জন্যে প্রতিটি নাগরিকের মধ্যে জাতীয় অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের চেতনা জাগিয়ে তুলতে হবে।
তিনি বলেন, সম্পদের সুষম বন্টনের মাধ্যম একটি আত্মমর্যাদাশীল জাতি গড়ে তােলার উদ্দেশ্যেই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের সূচনা করেছেন। তিনি পরিপূর্ণভাবে দ্বিতীয় বিপ্লবকে সফল করে তােলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

সূত্র: সংবাদ, ৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত