হালিমা টেক্সটাইলে অগ্নিকাণ্ড
লাখ টাকার ক্ষয়ক্ষতি
কুমিল্লা, ৪ঠা মার্চ (নিজস্ব সংবাদদাতার তার)। গতরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে হালিমা টেক্সটাইল মিলের প্রায় ১ লাখ টাকা মূল্যের যন্ত্রপাতি ভস্মীভূত হয়েছে।
মিল কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডের ফলে রাত দুটায় সংরক্ষণ বিভাগের ক্যাবিনের শর্ট সার্ভিস সিষ্টেমে অসুবিধার সৃষ্টি হয় এবং বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষতিসাধিত হয়।
মিল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির সঠিক হিসেবে দিতে পারেননি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন। | অগ্নিকাণ্ড শুরু হবার পর পরই ফায়ার বিগ্রেড ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে বলেও মিল কর্তৃপক্ষ জানান।
সূত্র: সংবাদ, ৫ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত