বাঙালী অফিসারের ওপর পাক হাই-কমিশনারের বর্বর অত্যাচার
আহত কর্মীর জীবন রক্ষার জন্য আন্তর্জাতিক রেড ক্রশের কাছে আহ্বান
নয়াদিল্লী, ৩১ আগস্ট (ইউ এন আই) – নয়াদিল্লীর পাকিস্তান হাইকমিশনের গুরুতর আহত বাঙালী কর্মচারীর জীবন রক্ষার অনুরােধ জানিয়ে বাঙলাদেশ মিশন থেকে জেনেভায় আন্তর্জাতিক রেডক্রশের কাছে একটি জরুরী বার্তা পাঠানাে হয়েছে।
মিশনের প্রেস এটাচে আমজাদুল হক বলেছেন যে, গত রবিবার পাকিস্তানের কর্মরত হাই কমিশনারের নির্দেশে এই বাঙালী কর্মচারীটিকে নির্দয়ভাবে প্রহার করা হয়েছিল। বাঙলাদেশের মুখ্য প্রতিনিধি কে, এম, শাহাবুদ্দিন ভারতীয় রেডক্রসের মাধ্যমে আন্তর্জাতিক রেডক্রসের কাছে এক চিঠিতে জানিয়েছেন, এই বাঙালী কর্মচারী কিছু প্রয়ােজনীয় খাদ্যদ্রব্য কেনার জন্য হাইকমিশনারের কাছে অনুমতি চেয়ে বাইরে যাবার সময়ই তাকে প্রচণ্ড প্রহার করা হয়। দূতস্থানের ইন্টেলিজেন্স অফিসার ও অন্য দুজনকে লক্ষ্য করে হাইকমিশনার আদেশ দেন, বাঙালী শুয়ারের মুখ বন্ধ কর। এই নির্দেশের পরই তাকে প্রচণ্ড প্রহার করা হয় এবং তিনি চেতনা হারিয়ে ফেলেন।
আলাদা এক পত্রে ভারত সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করে শ্রীশাহাবুদ্দিন মানবিক কারণেই এই কর্মচারীর জীবন রক্ষার আবেদন করেছেন।
সূত্র: কালান্তর, ১.৯.১৯৭১