বঙ্গবন্ধুর প্রতি কমনওয়েলথ দেশসমূহের শ্রদ্ধা রয়েছে-মনােরঞ্জন ধর
আইন, সংসদীয় ও বিচারমন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর গতকাল রােববার এখানে বলেছেন, বাংলাদেশ ও এর নেতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কমনওয়েলথ রাষ্ট্রসমূহের ভালােবাসা ও শ্রদ্ধা রয়েছে।
নাইজেনিয়ার লাগােসে চারদিনব্যাপী আইনমন্ত্রী সম্মেলনশেখে ঢাকা বিমান বন্দরে ফিরে এসে সাংবাদিকদের কাছে শ্রী ধর বলেন, কমনওয়েলথ রাষ্ট্রগুলাে বাংলাদেশের প্রকৃত অবস্থা অনুধাবন করতে সক্ষম হয়েছে এবং তারা আশা করে বাংলাদেশ বর্তমান অসুবিধাগুলাে কাটিয়ে সম্ভাব্য স্বল্প সময়ে আর্থনীতিক শক্তিসম্পন্ন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে।
মন্ত্রী বলেন, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবসমূহ অংশগ্রহণকারী অন্যান্য দেশের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন নাইজেরিয়ার এটনী জেনারেল। বিশ্বের মােট ছাব্বিশটি দেশ এতে অংশগ্রহণ করে। সম্মেলনে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা, আইনগত সাহায্য এবং উপদেশ প্রভৃতি বিষয়ে ব্যাপকভাবে আলােচনা হয়।
আইনমন্ত্রী নাইজেরীয় রাষ্ট্রপ্রধান ইয়াকুব গওনের কাছে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্তা পৌঁছে দেন। মন্ত্রী দেশে ফিরে আসার পূর্বে যুক্তরাজ্য, প্যারিস, জেনেভা, রােম, ভারত, বৈরুত এবং তেহরানও সফর করেন।
ঢাকা বিমান বন্দরে পৌঁছার পর আইন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাকে সম্বর্ধনা জানান। এ খবর বিপি আই পরিবেশিত।
সূত্র: সংবাদ, ৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত