You dont have javascript enabled! Please enable it! 1975.03.03 | স্বনির্ভর জাতি গঠনের জন্য উৎপাদন বাড়াতে হবে-সামাদ | সংবাদ - সংগ্রামের নোটবুক

স্বনির্ভর জাতি গঠনের জন্য উৎপাদন বাড়াতে হবে-সামাদ

কুমিল্লা, ১লা মার্চ (এনা)- কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ স্বনির্ভর জাতি গঠনের জন্য উৎপাদন বৃদ্ধি করতে এবং জনসংখ্যা বৃদ্ধিরােধ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাহেদাবাদে এক জনসভায় ভাষণ দানকালে মন্ত্রী এই আহ্বান জানান। জনাব সামাদ বলেন, কৃষক শ্রমিকের নামে জাতীয় দল গঠনের লক্ষ্যই হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে তাদের সমবেত করা এবং মাঠে-কারখানায় উৎপাদন বৃদ্ধি করা।
বঙ্গবন্ধুর যে সােনার বাংলা গড়ার স্বপ্ন রয়েছে তা বাস্তবায়নের জন্য স্থানীয় নেতৃত্ব গড়ে তােলার জন্য তিনি আহ্বান জানান।
জনাব সামাদ দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের কৃষি সরঞ্জামাদি প্রদানসহ সকল সাহায্য-সহযােগিতার কথা উল্লেখ করেন।

খাদ্যমন্ত্রী
সভায় খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমেন ত্রাণসমাগ্রীর উপর নির্ভর করার মানসিকতা দূর করে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং জনগণকে স্বনির্ভর করে তােলার জন্য ‘টেষ্ট রিলিফ ফুড ফর ওয়ার্কা প্রােগ্রাম দেওয়া হচ্ছে।
এ ছাড়াও মন্ত্রীদ্বয় অন্য দুটি সভায় ভাষণ দেন।
বরুড়া শহীদ স্মৃতি কলেজে ভাষণ দিতে গিয়ে মন্ত্রীদ্বয় অধিক খাদ্য ফলানাের জন্য গ্রামে গ্রামে সমবায় গড়ে তােলার আহ্বান জানান। অবসর সময়ে স্কুল-কলেজের আঙ্গিনায় চাষাবাদ করার জন্য ছাত্র ও শিক্ষকদের প্রতিও তিনি আহ্বান জানান।
মন্ত্রীদ্বয় বিকেলে ঢাকা ফিরে আসেন।

সূত্র: সংবাদ, ৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত