রফতানীকারক সম্মেলন সমাপ্ত
রফতানীর সুযােগ প্রসারের কতিপয় সুপারিশ
তিন দিনব্যাপী রফতানীকারক সম্মেলন ও বাণিজ্যিক সুবিধার সাধারণীকৃত ব্যবস্থা। (জিএসপি) সংক্রান্ত সেমিনার সমস্যা সমাধান ও রফতানীর সুযােগ-সুবিধা সম্প্রসারণের জন্যে ব্যবস্থা গ্রহণের কতিপয় সুপারিশ প্রণয়নের পরে গতকাল শুক্রবার সমাপ্ত হয়েছে।
দিনের প্রথম ভাগে বিদেশে ব্যাপক বাজার লাভের সুযােগ সুবিধা সম্পর্কে রফতানীযােগ্য পণ্য সম্পর্কে আলােচনা হয় এবং বিকেলের অধিবেশনে দেশে রপ্তানি সপ্তাহ’ পালন ও বিদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যােগদানের পরামর্শ গৃহীত হয়।
সেমিনার ও সম্মেলনের শেষ দিনে হিমায়িত চিংড়ি, ব্যাঙের ঠ্যাং, মশলা, চা, বিশেষ ধরনের কাপড় সূতা, গ্রেসিয়ারী পণ্য, সংরক্ষিত ফল ও শাকসজি এবং তাতের পণ্য, রফতানী বিস্তারের সুযেগা সুবিধা সম্পর্কেও আলােচনা হয়।
রফতানী উন্নয়ন ব্যুরাের মহাপরিচালক জনাব এনাম আহমদ চৌধুরীর সবাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনার ও সম্মেলনে আঙ্কটাড বিশেষজ্ঞগণ যােগদান করেছেন।
সেমিনারের আলােচনার কর্পোরেশন ও সরকারী কর্মকর্তাগণও অংশ নিয়েছেন। সম্মেলন বাণিজ্যিক উন্নয়ন ব্যুরােকে সম্প্রসারণ ও জোরদার করার পরমার্শ দিয়েছেন। এছাড়া সম্মেলন বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক বিভাগ জোরদার করার পরামর্শ দিয়েছে। এ ব্যাপারে রফতানীকারক ও সরকারী কর্মকর্তা সমন্বয়ে বিদেশে প্রতিনিধি প্রেরণেরও পরামর্শ দেওয়া হয়।
সেমিনারে যােগদানশেষে আঙ্কটাড প্রতিনিধিগণ গতকাল চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আজ চট্টগ্রামে অনুরূপ এক অনুষ্ঠানে তারা যােগদান করবেন।
সূত্র: সংবাদ, ১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত