You dont have javascript enabled! Please enable it! 1975.03.02 | কুষ্টিয়া-যশাের-খুলনা: বৈধ অনুমতি ব্যতীত বাস ভাড়া শতকরা ৫০ ভাগ বৃদ্ধি | সংবাদ - সংগ্রামের নোটবুক

কুষ্টিয়া-যশাের-খুলনা
বৈধ অনুমতি ব্যতীত বাস ভাড়া শতকরা ৫০ ভাগ বৃদ্ধি

কুমারখালী (কুষ্টিয়া), ২৮শে ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা)- সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন প্রকার বৈধ অনুমতি ছাড়াই কুষ্টিয়া, যশাের ও খুলনা জেলার বাস মালিকেরা বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ভাড়া শতকরা ৫০ ভাগ বাড়িয়ে দিয়েছেন। প্রকাশ, পূর্বে কুষ্টিয়া-খুলনা ভায়া যশাের রুট, কামারখালী-খুলনা ভায়া ঝিনাইদহ রুটসহ উপরােক্ত তিনটি জেলার বিভিন্ন রুটের বাসের ভাড়া প্রতি মাইল দশ পয়সা হিসেবে নেয়া হতাে; কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ বাস মালিকেরা কোন প্রকার বৈধ অনুমতি না নিয়েই বাসের ভাড়া প্রতি মাইল দশ পয়সায় স্থলে পনের পয়সা ধার্য করেছেন।
এ সম্পর্কে জনৈক বাস মালিকের সাথে যােগাযােগ করা হলে তিনি বাসের বিভিন্ন প্রকার খুচরা যন্ত্রপাতির দুষ্প্রাপ্যতা এবং পেট্রোল ও পেট্রোলজাত দ্রব্যের অগ্নিমূল্যের অজুহাত দেখান। হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করার ফলে জনসাধারণকে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে ছাত্রদেরকেই বেশি ভুগতে হচ্ছে।
অবিলম্বে এ সমস্ত রুটে বাসের ভাড়া কমানাের জন্য জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আবেদন জানাচ্ছে।

সূত্র: সংবাদ, ২ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত