বাংলাদেশ চিনি রফতানী করবে
বিশ্ব বাজারে বাংলাদেশ প্রথমবারের মত ৩০ হাজার টন উন্নতমাসের সাদা চিনি রফতানী করতে প্রস্তুত।
ধারণা করা হচ্ছে, সরকার চিনিকল সংস্থাকে ইচ্ছুক ক্রেতাদের কাছ থেকে আন্তর্জাতিক টেন্ডার অথবা অগ্রিম কোটেশন গ্রহণের জন্য বলেছেন।
সরকার আগামী বছর মােট উৎপাদনের শতকরা পঞ্চাশ ভাগ রপ্তানী করবে। আগামী বছর চিনির উৎপাদন প্রায় সত্তুর হাজার টন বৃদ্ধি পাবে। এ বছর ফেব্রুয়ারীর শেষ পর্যন্ত উৎপাদনের পরিমাণ ছিল ৮৭ হাজার ৪শ’ ১৩ টন। এ ভচর উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির হয়েছে ১ লাখ ৩০ হাজার টনে।
সূত্র: সংবাদ, ২ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত