জাতীয় দলের প্রতি অভিনন্দন অব্যাহত
জাতির জনক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রতি সর্বস্তরের জনগণের অভিনন্দন জ্ঞাপন সারা দেশে অব্যাহত রয়েছে।
সিলেট হতে ‘সংবাদ’-এর নিজস্ব বার্তা পরিবেশক’ জানান: অবলুপ্ত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলাের নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবীরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
অবলুপ্ত বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নেতা। শ্রী বরুণ রায় বলেছেন, জাতীয় দল গঠন বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের ডাক দেশে সমাজতন্ত্র কায়েমের জন্য সঠিক ও বলিষ্ঠ পদক্ষেপ।
অবলুপ্ত জেলা ন্যাপ নেতা জনাব আবদুর হামিদ এবং জনাব গুলজার আহমদ বলেন, দেশের শােষিত জনগণের সার্বিক মুক্তির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় দল গঠন একটি সুদূরপ্রসারী পদক্ষেপ।
অবলুপ্ত জেলা আওয়ামী লীগের পক্ষে প্রদত্ত এক বিবৃতিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশে একদলীয় শাসন ব্যবস্থাকে সুখী এবং সমৃদ্ধশালী সমাজব্যবস্থা কায়েমের জন্য বলিষ্ঠ পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে।
সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি এক বিবৃতিতে নবগঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগকে অভিনন্দিত করেন। তিনি বলেন, সােনার বাংলা প্রতিষ্ঠার জন্য ইহা একটি ঐতিহাসিক পদক্ষেপ।
চাপাই নওয়াবগঞ্জ: চাপাই নওয়াবগঞ্জ আওয়ামী যুবলীগের প্রধান এবং অবলুপ্ত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক যুক্ত বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ কৃষক শ্ৰমিক আওয়ামী লীগ গঠিত হওয়ার ফলে জনগণের আশা-আকাংখা পূরণ হয়েছে। তারা বলেন, বঙ্গবন্ধু পরিচালিত দ্বিতীয় বিপ্লব দেশে শােষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে।
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের সদস্যগণ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলােতে মিছিল করে জাতির জনকর নেতৃত্বে নবগঠিত কৃষক শ্রমিক আওয়ামী লীগকে অভিনন্দিত করেছেন। | মিছিলে অংশগ্রহণকারীরা “এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ” “কৃষক শ্রমিক আওয়ামী লীগ জিন্দাবাদ, জিন্দাবাদ” প্রভৃতি শ্লোগান দেন।
সূত্র: সংবাদ, ২ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত