২২ মার্চ ১৯৭১ঃ ভাসানীর ঢাকা আসতে অসম্মতি
সপ্তাহব্যাপী চট্টগ্রাম সফরে থাকা মওলানা ভাসানীকে শেখ মুজিব ঢাকায় আনার জন্য গাড়ীযোগে আব্দুস সামাদ আজাদকে পাঠানো সত্ত্বেও এবং ২৩ মার্চ তার পল্টন ময়দানে বিশাল জনসমাবেশ ঘোষিত সত্ত্বেও তিনি অসুস্থতার কারন দেখিয়ে ঢাকা আসছেন না। ৯ মার্চ পল্টন ময়দানে তিনি ঘোষণা করেছিলেন ২৫ মার্চের পর শেখ মুজিবকে নিয়ে তিনি বিশাল আন্দোলন গড়ে তুলবেন।