আশুগঞ্জ সার কারখানার জন্য ৮০ লক্ষ পাউন্ড বৃটিশ সাহায্য
লন্ডন, ২৫শে ফেব্রুয়ারী (এনা,বাসস)-বৃটেনের বৈদেশিক উন্নয়ন দফতরের মন্ত্রী গতকাল ঘােষণা করেন। যে, বাংলাদেশের আশুগঞ্জে একটি নাইট্রোজেনজাত সার কারখানা নির্মাণের জন্য বৃটেন ৮০ লক্ষ পাউণ্ড সাহায্যদানে নীতিগতভাবে সম্মত হইয়াছে।
প্রকল্প সাহায্য ব্যবত বৃটেন গত বৎসর বাংলাদেশকে যে আড়াই কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতিদান করে, এই অর্থ তাহারই অংশবিশেষ। ইহার মধ্যে শতকরা ৩৫ ভাগ সরাসরি মঞ্জুরী এবং অবশিষ্ট অর্থ সুদমুক্ত ঋণ হিসাবে দেওয়া হইবে। প্রথম ৭ বৎসরের রেয়াতী মেয়াদসহ ২৫ বৎসরে এই ঋণ পরিশােধ করিতে হইবে।
বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সমিতি, এশীয় উন্নয়ন ব্যাংক, যুক্তরাষ্ট্র, সুইজারল্যাণ্ড, পশ্চিম জার্মানী এবং ইরানও আশুগঞ্জের সার কারখানা নির্মাণে অর্থ সাহায্য করিবে। আন্তর্জাতিক উন্নয়ন সমিতি এই প্রকল্পের জন্য ৩ কোটি ৩০ লক্ষ ডলার প্রদান করিবে।
আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হইলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বিনিময়ে বিদেশে যার রপ্তানী করা সম্ভব হইবে বলিয়া আশা করা যাইতেছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত