বাংলাদেশ-নেপাল সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠতর হইবে -সৈয়দ নজরুল ইসলাম
ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে উত্তরােত্তর বৃদ্ধি পাইবে।
এনা, বাসস ও বিপিআই জানান, কাঠমণ্ডুতে নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেবের অভিষেক অনুষ্ঠানে যােগদান শেষে গতকাল (বুধবার) ঢাকায় প্রত্যাবর্তনের পর বিমান বন্দরে সাংবাদিকদের সহিত আলােচনাকালে সৈয়দ নজরুল বলেন যে, বাংলাদেশের জনগণের জন্য নেপালের জনগণের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃসুলভ মনােভাব বিদ্যমান।
তিনি বলেন যে, প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ হইতে নেপালের রাজাকে তিনি বাংলাদেশ সফরের জন্য পুনর্বার আমন্ত্রণ জানাইয়াছেন।
ভাইস-প্রেসিডেন্টের সহিত অর্থমন্ত্রী ড এ, আর মল্লিকও ছিলেন। বিমান বন্দরে অন্যান্যের মধ্যে জনাব জিল্লুর রহমান ও বাংলাদেশে নেপালের চার্জ দ্য অ্যাফেয়ার্স ভাইস-প্রেসিডেন্টকে স্বাগত জানান।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৭ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত