You dont have javascript enabled! Please enable it! 1975.02.28 | জাতীয় দল গঠনের প্রতি অভিনন্দন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

জাতীয় দল গঠনের প্রতি অভিনন্দন

বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশে একটি মাত্র রাজনৈতিক দল ঘােষণায় দেশের বিভিন্ন প্রান্ত হইতে অভিনন্দন আসা অব্যাহত রহিয়াছে। অভিনন্দন বাণীতে বঙ্গবন্ধুর এই ঘােষণাকে বিপ্লবী পদক্ষেপ বলিয়া অভিহিত করা হয়।
অভিনন্দন জানাইয়াছেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রেসিডেন্ট মি: জয়তিপাল মহাথেরাে, জাতীয় শ্রমিক লীগের তেজগাঁও শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ জননেতা, সংসদ সদস্য অধ্যাপক খােরশেদ আলম ও অধ্যক্ষ আবুল কালাম মজুমদার, চাপাই নওয়াবগঞ্জ সাংবাদিক সমিতি, অধুনালুপ্ত বরিশাল জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ন্যাপ (মাে), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, আওয়ামী যুবলীগ, কৃষকলীগ ও ছাত্র সংগঠন, সাধারণ বীমা এমপ্লরিজ ইউনিয়ন সেক্টর করপােরেশন এমপ্লয়িজ ফেডারেশনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ বিড়ি শ্রমিক সমবায় সমিতি।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৮ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত