লুটের অভিযােগে যশােরে ৬৩ ব্যক্তি গ্রেফতার
যশাের, ২৭শে ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতার তার)- এই জেলার কেশবপুর থানাধীন পানজিয়া গ্রামের রবিকুমার সরকার ও পশুপতি বসুর বাসগৃহ হইতে ১ লক্ষ টাকা মূল্যের ধান, পাট ও অন্যান্য সামগ্রী লুট করিবার দায়ে পুলিস গতরাতে কেশবপুর ও মনিরামপুর থানার বিভিন্ন এলাকা হইতে কমপক্ষে ৫৬ ব্যক্তিকে গ্রেফতার করিয়াছে।
সংসদ সদস্য মি: পিযুষকান্তি ভট্টাচার্য জানান, কেশবপুরের বিভিন্ন এলাকা হইতে ৬ জন মহিলা সহ ৪৭ জনকে গ্রেফতার এবং তাহাদের নিকট হইতে লুণ্ঠিত ২০ মন ধান, গরুর গাড়ী এবং কিছু পরিমাণ কাপড় উদ্ধার করা হইয়াছে। ইহা ছাড়াও পুলিস মনিরামপুর থানা হইতে ৮ জন উগ্রপন্থী সহ ১৬ ব্যক্তিকে গ্রেফতার করিয়াছে।
আইন প্রয়ােগকারী সংস্থা সমূহ ঐ এলাকায় জোর তল্লাশী অব্যাহত রাখিয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৮ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত