You dont have javascript enabled! Please enable it! 1975.02.24 | সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ত্যাগী ও আদর্শ কর্মীর প্রয়ােজন -তথ্যমন্ত্রী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ত্যাগী ও আদর্শ কর্মীর প্রয়ােজন -তথ্যমন্ত্রী

চট্টগ্রাম ২৩শে ফেব্রুয়ারী (বাসস)-তথ্য ও বেতারমন্ত্রী জনাব কোরবান আলী আজ এখানে বলেন যে, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধুর এখন প্রয়ােজন ত্যাগী ও আদর্শ কর্মীর।
আজ সকালে স্থানীয় আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা প্রসঙ্গে মন্ত্রী বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবকে সফল করার জন্য তাহাদের কঠোর পরিশ্রম ও বঙ্গবন্ধুর হাত শক্তিশালী করার আহ্বান জানান। জনাব কোরবান আলী বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য হইতেছে দেশের লক্ষ কোটি মানুষের অর্থনৈতিক মুক্তি সাধন। তিনি বলেন, সমাজ হইতে দুর্নীতি ও অপরাপর অন্যায় কার্যকলাপ সম্পূর্ণভাবে উচ্ছেদ না করিতে পারিলে বঙ্গবন্ধুর ইস্পিত লক্ষ্য বাস্তবায়িত হইবে না।
সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আবদুল ওয়াহার।
ইতিপূর্বে মন্ত্রী চট্টগ্রাম আসিয়া পৌছিলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কর্মিগণ রেলওয়ে ষ্টেশনে তাঁহাকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত