৪০ হাজার খাস পুকুর পতিত রহিয়াছে – শফিকুল কবির
মৎস্য উৎপাদনের বিস্তার সুযােগ থাকা সত্ত্বেও সুষ্ঠু পরিকল্পনার অভাবে দেশের প্রায় ৪০ হাজার খাসপুকুর পতিত রহিয়াছে। সংস্কারের অভাবে ইতিমধ্যেই প্রায় ৫ হাজার পুকুর মজিয়া গিয়াছে এবং আরও কয়েক হাজার পুকুর মজিয়া যাইতে শুরু করিয়াছে।
অধিকাংশ পুকুরই কুমিল্লা, ঢাকা, নােয়াখালী, ময়মনসিংহ ও বগুড়া জেলায় অবস্থিত।
শতাধিক বছরের পুরাতন এইসব পুকুর রক্ষা করার জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণেও উল্লেখযােগ্য তৎপরতা লক্ষ্য করা যায় না।
পঞ্চাশ দশকের শেষের দিকে পুকুরগুলি সংস্কার করিয়া মৎস্যচাষের পরিকল্পনা নেওয়া হইয়াছিল। কিছু কিছু পুকুরে মৎস্যচাষ শুরুও করা হইয়াছিল। কিন্তু শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়িত হয় নাই।
বিশেষ করিয়া অনেক এলাকার গ্রামীণ মানুষ খরা মৌসুমে পুকুরের উপর নির্ভরশীল। সংস্কার সাধনের অভাবে পুকুরগুলি মজিতে শুরু করার উল্লিখিত স্থানে পানিরও অভাব দেখা দিয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত