You dont have javascript enabled! Please enable it!

গ্রামভিত্তিক কৃষি সমবায় গঠন করুন – কৃষিমন্ত্রী

পাবনা, ২৩শে ফেব্রুয়ারী (বাসস)-পরিবার পরিকল্পনা কর্মসূচীর সঙ্গে একযােগে কৃষি উৎপাদন চলা উচিত।
আজ সকালে শহরের উপকণ্ঠে পাঁচশত একর বিশিষ্ট তেবনিয়া বীজ উৎপাদনী খামারে কৃষক ও সরকারী কর্মচারীদের সমাবেশে ভাষণদানকালে কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাগ আজাদ উপরােক্ত মন্তব্য করেন।
পরিকল্পিত পরিবারের উপর বিশেষ গুরুত্ব আরােপ করিয়া কৃষিমন্ত্রী বলেন যে, জনসংখ্যায় বিস্ফোরণে যাহাতে খাদ্যোৎপাদন ব্যাহত ও স্তিমিত না হইয়া পড়ে সেইজন্য পরিবার পরিকল্পনার অধিক খাদ্য ফলাও’ অভিযানও চলা উচিত। তিনি বলেন যে, অধিক খাদ্য ও ন্যূন জন্মহার জীবনের মান-উন্নয়ন করিতে পারে।
কৃষিমন্ত্রী গ্রামভিত্তিক কৃষি সমবায় গঠন করিয়া ক্ষুদ্র ও ভূমিহীন চাষীদের উহার আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন যে, এই সমবায়গুলি কৃষিপণ্য বিতরণের মূলকেন্দ্র হিসাবে কাজ করিবে। তিনি গবাদিপশু ও মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্যও আহ্বান জানান।
পূর্বাহ্নে মন্ত্রী ঈশ্বরদী কৃষি গবেষণা উপকেন্দ্র পরিদর্শন করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!