স্বনির্ভরতার মধ্যেই জাতির সম্মানজনক অস্তিত্ব নিহিত -খােন্দকার মােশতাক
কুমিল্লা, ২৪শে ফেব্রুয়ারী (বাসস)-বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ দেশে কৃষি বিপ্লবে আত্মনিয়ােগ করিবার জন্য আহ্বান জানান এবং বলেন যে, আত্মনির্ভরতার মধ্যেই জাতির সম্মানজনক অস্তিত্ব নিহিত।
মন্ত্রী আজ এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে ২ দিনব্যাপী এক বিভাগীয় সম্মেলন উদ্বোধনকালে একথা বলেন। তিনি বলেন, একমাত্র ফসল উৎপাদন বৃদ্ধি করিয়া বর্তমান খাদ্যঘাটতি পূরণ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনা সম্ভব। মন্ত্রী বলেন, আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সবুজ বিপ্লবের অভূতপূর্ব সুফল পাইতে পারি এবং আত্মনির্ভরশীল হইতে পারি।
মন্ত্রী এই সম্মেরনে অংশগ্রহণকারী অফিসারদের জাতির জনক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় বিপ্লব বাস্তবায়নের উদ্দেশ্যে এই কর্মসূচীতে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য নির্দেশ দেন।
এই সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দীন ঠাকুর।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৫ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত