রেশনদ্রব্য স্থানান্তরে নিষেধাজ্ঞা
সম্প্রতি সরকার রেশনদ্রব্য স্থানান্তরে নিষেধাজ্ঞা জারি করিয়াছেন।
এ ব্যাপারে জিজ্ঞাসা করিয়া জানা গিয়াছে যে, ইহাও ক্লিন রেশনিং-এর অপর একটি পদক্ষেপ। বহু লােক প্রয়ােজনের অধিক রেশন তুলিয়া উহা ফড়িয়াদের নিকট বিক্রয় করে। ফড়িয়ারা উহ
রেশনিং এলাকার বাহিরে অধিক মূল্যে বিক্রয় করে। রাজধানীতে বর্তমানে যে পরিমাণ রেশন দেওয়া হইতেছে উহা প্রয়ােজনের তুলনায় অধিক বলিয়া কর্তৃপক্ষের ধারণা। তাই এ অধিক অংশ বাঁচাইয়া যাহাতে রেশনমূল্যে গ্রামাঞ্চলে সরবরাহ করা যায় সে জন্যই এ পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে।
উহা ছাড়া খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্যও এ পদক্ষেপ অত্যন্ত কার্যকরী। মানুষ যাহাতে শুধুমাত্র চাউলের উপর নির্ভরশীল না হইয়া আটাও খায়। কারণ পৃথিবীতে এখন চাউল অপেক্ষা আটার উৎপাদন বেশি এবং খরচও কম।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২০ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত