You dont have javascript enabled! Please enable it! 1975.02.20 | বিভিন্ন স্থানে বসন্তের প্রকোপ: প্রতিষেধক আবশ্যক | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বিভিন্ন স্থানে বসন্তের প্রকোপ:
প্রতিষেধক আবশ্যক

দিনাজপুর, ১৮ই ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা)-দেবীগঞ্জ থানার চেংটী ও নগর চেংঠী গ্রামে এবং সুন্দরদীঘি ইউনিয়নের কতিপয় গ্রামে ব্যাপক আকারে বসন্ত রােগ দেখা দিয়াছে বলিয়া খবর পাওয়া গিয়াছে।
প্রকাশ, ইতিমধ্যেই উক্ত এলাকায় বহু লােক বসন্তের আক্রান্ত হইয়াছে। অবিলম্বে বসন্ত প্রতিষেধক ব্যবস্থা জোরদার করা না হইলে এই রােগ আরও ছড়াইয়া পড়িতে পারে বলিয়া আশঙ্কা করা হইতেছে।
ভেড়ামারা : ভেড়ামারা (কুষ্টিয়া) হইতে আমাদের নিজস্ব সংবাদদাতা জানাইয়াছেন, ভেড়ামারা থানার ফারাকপুর, জুনেদহ, মিরপুর থানার গােয়ালবাথান ও দৌলতপুর থানার মথুরাপুর, যােগশী, বৈয়ারী প্রভৃতি গ্রামে কয়েক বাড়িতে বসন্তের প্রাদুর্ভাব দেখা দিয়াছে বলিয়া খবর পাওয়া গিয়াছে।
প্রকাশ, গুটিবসন্তের চাইতে জলবসন্তের প্রকোপ বেশি এবং উপত অঞ্চলে বিশুদ্ধ পানীয়জলের তীব্র অভাব দেখা দিয়াছে। রােগ প্রতিষেধক ব্যবস্থা জোরদার করা হইয়াছে বলিয়া জানা যায়।
নবীগঞ্জ : সিলেটের শেরপুর হইতে ইত্তেফাক সংবাদদাতা জানান নবীগঞ্জ থানার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ, সুনামপুর ও পিটওয়া গ্রামে বসন্ত রােগ দেখা দিয়াছে বলিয়া খবর পাওয়া গিয়াছে।
জানা যায়, সদরাবাদ গ্রামের জনৈক মাহমুদ চৌধুরীর বাড়িতে দুই পরিবারের ১০ ব্যক্তি বসন্তে আক্রান্ত হইয়া পড়িয়াছে। আক্রান্ত এলাকায় অবিলম্বে প্রতিষেধক ব্যবস্থা জোরদার করা অপরিহার্ড হইয়া দাঁড়াইয়াছে।
মাগুরা : মাগুরা (যশাের) হইতে প্রাপ্ত খবরে প্রকাশ, সম্প্রতি মাগুরা মহকুমার বিভিন্ন গ্রামে জলবসন্ত দেখা দিয়াছে।
মাগুরা থানার পারনান্দুয়ালী গ্রামে ৭/৮ ব্যক্তি এবং মহকুমার অন্যান্য থানায় বেশ কয়েক ব্যক্তি বসন্তে আক্রান্ত হইয়াছে বলিয়া জানা গিয়াছে।
এই রােগ সারা মহকুমায় প্রসারিত হইতে পারে বলিয়া আশঙ্কা করা যাইতেছে। অবিলম্বে অত্র এলাকায় কলেরা প্রতিষেধক ইনজেকশন এবং বসন্ত প্রতিষেধক টিকা দেওয়া একান্ত প্রয়ােজন।
বরিশাল : বরিশাল হইতে ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা জানান, জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ভাবে গুটিবসন্তের প্রকোপ দেখা দিয়াছে বলিয়া জানা গিয়াছে। শহরেও বসন্তরােগ অতিদ্রুত ছড়াইয়া পড়িতেছে। ইতিমধ্যেই স্বাস্থ্য সংরক্ষণ বিভাগ শহরে প্রতিটি নাগরিকদে টিকা ও ইনজেকশন নেওয়ার অনুরােধ জানাইয়াছেন এবং লঞ্চ ষ্টিমারে যাতায়াতকারী লােকজনদেরকে।
নাটোর (রাজশাহী), ১৮ই ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা)- নাটোর হাসপাতালে পানীয় জলের তীব্র অভাব দেখা দেওয়ায় রােগী এবং হাসপাতালের কর্মচারীরা খুবই দুভােগ পােহাইতেছে বলিয়া জানা গিয়াছে।
প্রকাশ, হাসপাতাল চত্বরে অবাস্থত তিনটি টিউবওয়েলের মধ্যে দুইটিই দীর্ঘদিন যাবৎ অকেজো অবস্থায় পড়িয়া রহিয়াছে। বাকী একটিও অধিক চাপের দরুন যে-কোন সময় বন্ধ হইয়া যাইতে পারে। তাছাড়া হাসপাতালের আশে-পাশে কোথাও টিউবওয়েল না-থানায় পানীয় জলের সঙ্কট আরও তীব্র আকার ধারণ করিয়াছে। অকেজো টিউবওয়েল দুইটির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান সত্ত্বেও নাকি উহা মেরামত করা হয় নাই বলিয়া অভিযােগ পাওয়া গিয়াছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় হইতে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, বেশ কিছুদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বসন্তের আক্রমণের ছোঁয়াচ হইতে দূরে থাকার সাবধানবাণী উচ্চারণ করিয়াছেন।
গ্রামাঞ্চলে বসন্তের আক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতেছে। এইদিকে সরকারী সূত্রে জানানাে হইয়াছে, স্বরূপকাঠিতে গত ১০ই ফেব্রুয়ারী পর্যন্ত ৪ ব্যক্তি বসন্তের আক্রমণে প্রাণ হারাইয়াছেন। হিজলা হইতে পাওয়া বেসরকারী খবরে জানা গিয়াছে, সেখানে বসন্তে ২ ব্যক্তির মৃত্যু ঘটিয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২০ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত