You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের জন্য জাপানী কৃষি সরঞ্জাম

বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মি: টি, ওমায়দা গতকাল (রবিবার) জাপান সরকারের পক্ষ হইতে কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদের নিকট ১০ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রদান করেন।
বাসস, এনা ও বিপিআই পরিবেশিত খবরে বলা হয় যে, বাংলাদেশের কয়েকটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে এইসব যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহৃত হইবে।
এই উপলক্ষে বক্তৃতা প্রসঙ্গে কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ বলেন, বাংলাদেশ ও জাপানের কৃষি ব্যবস্থায় মিল রহিয়াছে। তাই কৃষিক্ষেত্রে দুই দেশের মধ্যে ব্যাপক সহযােগিতার সম্ভাবনা আছে।
তিনি বলেন যে, কৃষিক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা ও কারিগরি উন্নয়ন বাংলাদেশের জন্য খুবই উপযােগী হইবে।
জনাব আবদুস সামাদ যন্ত্রপাতির জন্য জাপানের জনসাধারণ ও সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৭ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!