You dont have javascript enabled! Please enable it!

শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করা হইবে

শিক্ষামন্ত্রী ড: মােজাফফর আহমদ চৌধুরী গত রবিবার বলেন যে, দেশের অর্থনৈতিক অবস্থা ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য শিক্ষাব্যবস্থা পুনগঠন করা হইবে।
‘বাসস’ জানান যে, মন্ত্রী গত রবিবার বিকালে নটরডেম কলেজের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতেছিলেন।
কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব আরােপ করিয়া শিক্ষামন্ত্রী বলেন যে, বর্তমানে দেশের তরুণদেরকে কারিগরী প্রশিক্ষণদানের জন্য মাত্র ৩৫টি বৃত্তিমূলক প্রশিক্ষণ বিদ্যালয় রহিয়াছে। নূতন বৃত্তিমূলক প্রশিক্ষণ বিদ্যালয় খােলার জন্য শীঘ্রই সুইডেন সরকারের সহিত বাংলাদেশ সরকারের চুক্তি সম্পন্ন হইবে বলিয়া তিনি আশা প্রকাশ করেন। ড: মােজাফর আহমদ চৌধুরী দেশের ব্যাঙের ছাতার মত কলেজ গজাইয়া উঠার বিরােধিতা করিয়া বলেন যে, অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকের অভাবে এই কলেজগুলি সমাজকে প্রায় কিছুই দিতেছে না। এই কলেজগুলির ব্যাপারে কি করা যায় উহা লইয়া সরকার চিন্তাভাবনা করিতেছেন।
সভাপতির ভাষণে কলেজের অধ্যক্ষ ফাদার এম,জে, হুইলার বলেন যে, কলেজের বিজ্ঞান শাখায় চলতি বছর হইতে আরও একশত আসন বৃদ্ধি করা হইবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৮ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!