You dont have javascript enabled! Please enable it! 1975.02.18 | উৎপাদন বৃদ্ধি দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

উৎপাদন বৃদ্ধি দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য

লৌহজং, ১৭ই ফেব্রুয়ারী (এনা,বিপিআই)-তথ্য ও বেতার মন্ত্রী জনাব কোরবান আলী বলেন যে, ক্ষেত-খামার ও কলকারখানায় উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যার বৃদ্ধির হার হ্রাস এবং সমাজবিরােধী তৎপরতা নিমূল করাই বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য।
তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়িয়া তােলার জন্য সকলের একযােজে আগাইয়া আসা উচিত।
মন্ত্রী গতকাল স্থানীয় ময়দানে তাঁহার সম্মানে আয়ােজিত সম্বর্ধনা সভায় ভাষণ দিতেছিলেন। লৌহজং থানা আওয়ামী লীগের সভাপতি জনাব আবদুল হামিদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে ভাষণ দেন লৌহজং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবদুর রশীদ মােল্লা, মুন্সীগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মােহাম্মদ হােসেন বাবুল প্রমুখ।
তথ্যমন্ত্রী সশস্ত্র দুস্কৃতিকারীদের প্রতি আত্মশুদ্ধির এবং গুপ্তহত্যা, লুণ্ঠন প্রভৃতি বন্ধের আহ্বান জানাইয়া বলেন যে, চরম পন্থা জনগণের মঙ্গল করিতে পারে না।
এই এলাকার যােগাযােগ সমস্যা সম্পর্কে তিনি বলেন যে, ঢাকা ও লৌহজং-এর মধ্যে সংযােগ রক্ষাকারী খালের সংস্কার করিয়া উহাকে সারা বৎসর নাব্য রাখার ব্যবস্থা করা হইতেছে।
অনুষ্ঠানশেষে কেটি মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়। পূর্বাহ্নে মন্ত্রী ‘স্বনির্ভর লৌহজং’ প্রকল্পের উদ্বোধন করেন এবং স্থানীয় কলেজ পরিদর্শন করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৮ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত