You dont have javascript enabled! Please enable it! 1975.02.18 | ৪০ হাজার পাম্প বিতরণ করা হইবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

৪০ হাজার পাম্প বিতরণ করা হইবে

সরকার সবুজ বিপ্লব সফল করিয়া তােলার জন্য চলতি বৎসর সর্বাধিক বােরাে ধান আবাদ নিশ্চিত করার জন্য কৃষকদের মধ্যে মােট ৪০ হাজার অগভীর পাম্প বন্টনের একটি কর্মসূচী গ্রহণ করিয়াছেন। গতকাল (সােমবার) এক সরকারী হ্যান্ড আউটে বলা হয়, এই পরিকল্পনার অধীনে ২৬ হাজার ১শত পাম্প ইতিমধ্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হইয়াছে এবং অবশিষ্টগুলি সত্বর বিতরণ করা হইবে। উল্লেখ্য, ইতিমধ্যে বহুসংখ্যক থানা কৃষি কর্মকর্তা এই পাম্প রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজে একটি প্রশিক্ষণ কোর্স শেষ করিয়াছেন।
হ্যান্ড আউটে প্রকাশ, সরকার দেশী ও ও ইরি-বােরাে ধানের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য পর্যাপ্ত পরিমাণ বীজ সংগ্রহ করিয়াছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৮ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত