খাদ্য ব্যবসায়বিধি কার্যকরভাবে প্রয়ােগ করার আহ্বান
খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমেন খাদ্যশস্যের সত্যিকার ও সৎ পাইকারী ব্যবসায়ীদের তালিকা প্রণয়নের মাধ্যমে খাদ্য ব্যবসায়বিধি কার্যকরভাবে প্রয়ােগ করার আহ্বান জানাইয়াছেন। মন্ত্রী দিনাজপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মচারীদের সহিত খাদ্য পরিস্থিতি ও খাদ্য সংগ্রহ অভিযান সম্পর্কে আলােচনাকালে এই আহ্বান জানান। মন্ত্রী চাউল ক্রয় ও বিক্রয়ের মধ্যে সমন্বয় সাধনের জন্য তাহাদের প্রতি আহ্বান জানান। কর্ডনিং প্রত্যাহারের উল্লেখ করিয়া মন্ত্রী বলেন, খাদ্য পরিস্থিতি লইয়া অসাধু ব্যবসায়ীরা যাহাতে ছিনিমিনি খেলিতে না পারে, সেই দিকে কড়া নজর রাখিতে হইবে।
মন্ত্রী কোন ব্যবসায়ীর নিকট ১ শত ৫০ মণের উর্ধ্বে খাদ্যশস্য মজুত থাকিলে উহা আটক করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। মন্ত্রী বলেন, খাদ্য সংগ্রহ অভিযান চলিতে থাকিবে। এবং কেহ তাহার উৎপাদিত খাদ্যশস্যের প্রকৃত পরিমাণ লুকাইবার চেষ্টা করিলে তাহাকে শাস্তি দেওয়া হইবে বলিয়া তিনি উল্লেখ করেন। লেভী ধার্যের ব্যাপারে গরীব কৃষকদের উপর যাহাতে অন্যায় করা না হয়, সেই দিকে দৃষ্টি রাখার জন্যও তিনি কর্মকর্তাদের আহ্বান জানান।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত