You dont have javascript enabled! Please enable it!

বাংলা প্রচলনের পরিবেশ সৃষ্টি করুন -তথ্যমন্ত্রী

তথ্য ও বেতারমন্ত্রী জনাব এন, কোরবান আলী জাতীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা প্রচলনের প্রয়ােজনীয় পরিবেশ সৃষ্টির জন্য জনগণ বিশেষত তরুণ সমাজের প্রতি আহ্বান জানাইয়াছেন।
মন্ত্রী বরিশাল-পটুয়াখালী ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক একুশে ফেব্রুয়ারী উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণদান করিতেছিলেন। সমিতির সভাপতি জনাব দেলওয়ার হােসেন গাজীর সভাপতিত্বে আলােচনা সভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মহীউদ্দীন আহমদ এম, পি, জনাব শরীফ সুলতান আহমদ ও জনাব আবদুর রশীদ।
জনাব কোরবান আলী বলেন, সর্বস্তরে বাংলা প্রচলনের যথার্থ সুযােগ এখন আসিয়াছে।
জনাব মহীউদ্দীন আহমদ সংস্কৃতির মাধ্যম হিসাবে বাংলা ভাষাকে শক্তিশালী ও সমৃদ্ধ করিয়া তােলার উপর গুরুত্ব আরােপ করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!