You dont have javascript enabled! Please enable it!

ঘােড়াশাল সার কারখানা
বাংলাদেশ ও জাপানী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ সংস্থা এবং একটি জাপানী প্রকৌশলী সংস্থার মধ্যে গতকাল (মঙ্গলবার) একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বাসস জানান, চুক্তির অধীনে উক্ত বিদেশী সংস্থা ঘােড়াশাল সারকারখানার সরঞ্জামাদি সরবরাহ ও পুনরায় চালু করার ব্যাপারে সহযােগিতা করিবে।
চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থার চেয়ারম্যান জনাব এ,কে,এম, শামসুল হক ও জাপানী প্রতিনিধি মি: আরাই।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!