You dont have javascript enabled! Please enable it! 1975.02.19 | পাটের গুদামে আবার আগুন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

পাটের গুদামে আবার আগুন

মাত্র তিনদিনের মধ্যে আবার পাটের গুদামে আগুন লাগিয়াছে। আবার পুড়িয়াছে প্রায় এক লক্ষ টাকা মূল্যের পাট। পাটসহ সম্পত্তির ক্ষতি পৌনে দুই লক্ষ টাকার মত। এবার নারায়ণগঞ্জে। গতকাল (মঙ্গলবার) বিকাল ৪টা ৩৫ মিনিটে ষ্টিল ওয়েজ কর্পোরেশনের গুদামে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
পুলিশের মতে, গুদামের পশ্চিম দিকে প্রথমে আগুন লাগে এবং অল্পক্ষণের মধ্যেই সে আগুন গােটা গুদামকে গ্রাস করে। সম্পূর্ণ গুদামটি ভস্মীভূত হইয়াছে-নীচের দিকের কিছু পাট একেবারে ছাই হইয়া না গেলেও সেগুলি ব্যবহারের অনুপযুক্ত হইয়া গিয়াছে-‘লট’ ধরিয়া বিক্রয় করা ছাড়া সেগুলি আর কোন কাজে আসিবে না। নারায়ণগঞ্জ পুলিশ, নারায়ণগঞ্জ, হাজী ও ডেমরার দমকল বাহিনী আধঘন্টা চেষ্টা করিয়া আগুন আয়ত্তে আনিতে সক্ষম হইয়াছে। পুলিশ আগুন লাগার পর পরই ঘটনাস্থলে যায় এবং মালিক, ম্যানেজার ও দারােয়ানকে অনুসন্ধান করে; কিন্তু কাহারও হদিস মিলে নাই। রাত্রে মালিকের খোঁজ পাওয়া যায়।
তিনি পুলিশের নিকট দাবী করেন যে, তাঁহার গুদামে আড়াই হাজার মন পাট ছিল এবং ইন্সিওরেন্স ক্লেইম-এর পরিমাণ ২৫ লক্ষ টাকা।
পুলিশের মতে, উক্ত গুদামে এক হাজার মণ কাঁচা পাট ছিল। অগ্নিকাণ্ডের কারণ রহস্যাবৃত-তবে অনুমান করা হইতেছে যে, ইহা সুপরিকল্পিতও হইতে পারে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত